কবরে মুমিনের নামাজের ধ্যান

হযরত জাবের (রা) বলেন , রাসুলুল্লাহ (সঃ) বলেছেন , মুমিন ব্যাক্তিকে কবরে প্রবেশ করানো হলে , তার মনে হবে যেন সূর্য অস্তমিত হচ্ছে । অতঃপর তার দেহে পুনরায় আত্মাকে ফিরিয়ে দেবার পর সে চোখ মেলে তাকায় ।এবং উঠে বসে । আর ফেরেশতা দের বলে , আমাদের ছেড়ে দাও । আমি এখন নামাজ পড়ব ।
— ইবনে মাজা , মেশকাত শরীফ
আল্লামা মোল্লা কারী (র) লেখেন , তখন মৃত ব্যাক্তি নিজেকে দুনিয়াতেই আছে বলে ধারনা করতে থাকে । সে বলে জিজ্ঞাসা বাদ এখন রেখে দাও। আমাকে ফরজ আদায় করার সুযোগ দাও । সময় শেষ হয়ে যাচ্ছে আমার নামাজ চলে যাবে ।এ কথা গুল তারাই বলবে , যারা নামাজের অনুরাগি ছিল । এবং যাদের মন সর্বদা নামাজেরই ধ্যানে নিমগ্ন থাকতো ।
এর দ্বারা বেনামাজী দের শিক্ষা গ্রহন করা উচিৎ । এবং নিজের অবস্থা কি হবে তা অনুমান করা উচিৎ । গভীর ভাবে চিন্তা করা উচিৎ যে , কবরে যখন হঠাৎ জিজ্ঞাসা বাদ করা হবে , তখন কেমন ব্যাকুলতা ও অস্থিরতার মধ্যে পড়তে হবে ।

One thought on “কবরে মুমিনের নামাজের ধ্যান”

Leave a comment